এখনো বন্ধ হয়নি বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের গোলাগুলি | Bandarban News | Bangladesh-Myanmar Border
2022-09-15 7
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের গোলাগুলি চলছেই। শনিবার গুলি ও মর্টার শেলের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। যা ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। এর আগে একে-ফোরটি সেভেনের গুলি এসে পড়ে তমব্রু সীমান্তে।